৮.৮ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করলো সুইজারল্যান্ড

রাশিয়ার ৮.৮১ বিলিয়ন (৮৮১ কোটি) ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ড। শুক্রবার সুইস সরকার এই তথ্য জানিয়েছে। ইউক্রেনে আক্রমণের পর মস্কোর ওপর জারি করা নিষেধাজ্ঞার আওতায় এই পদক্ষেপ নেওয়া হলো।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়োজিত দ্য স্টেট  সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স (এসইসিও) জানিয়েছে, সম্পদের এই মূল্য আনুমানিক এবং তা পরিবর্তন হতে পারে।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের জারি করা নিষেধাজ্ঞা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় নিরপেক্ষ দেশটি।  ওই সময়  রাশিয়ার বড় অঙ্কের সম্পদ আটকে দেওয়া হয়েছিল। তবে জব্দকৃত অঙ্ক আগের চেয়ে বেশি।

সুনির্দিষ্ট অঙ্ক জানা কঠিন হয়ে পড়েছে। কারণ নিয়মিত নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তিকে যুক্ত বা বাদ দেওয়া হচ্ছে। এছাড়া জব্দ বা অবমুক্ত করতে বিভিন্ন মামলাও রয়েছে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে নির্দিষ্ট অঙ্ক জানা যেতে পারে। ওই সময় সুইস ব্যাংকগুলো সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১২ মাসে ৩০০ ব্যক্তি ও ১০০ কোম্পানি  ও সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে সম্পদের মূল্য বেড়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে, নগদ জমা, বন্ড, শেয়ার, জমি ও বিলাসবহুল গাড়ি।

কোন ব্যক্তিদের সম্পদ জব্দ করা হয়েছে তা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এসইসিও।

সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মতে, সুইজারল্যান্ডে রুশ নাগরিকদের যে পরিমাণ সম্পদ রয়েছে জব্দকৃত সম্পদ একাংশ মাত্র।