ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে ১২টি ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে রবিবার দাবি করেছে ইউক্রেনীয় বিমানবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জাতীয় টেলিভিশনে বলেছেন, ১২টির মধ্যে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রতিদিন আমরা এমন ভালো ফলাফল পাচ্ছি।

খবরে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে পারেনি ইউক্রেনীয় বিমান বাহিনী। তবে এটি লক্ষ্যবস্তুতে আঘাতেও সক্ষম হয়নি। ভূপাতিত করতে না পারা অপর ড্রোন দুটির কী হয়েছে তা জানায়নি বাহিনীটি।

ইউক্রেনীয় বিমান বাহিনীর এমন দাবির সত্যতা রয়টার্সের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে রাশিয়ার কোনও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

বিমান বাহিনী বলেছে, ইরানের নির্মিত শাহেদ ড্রোনগুলো ইউক্রেনের উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। দক্ষিণাঞ্চলের মাইকোলাইভে বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হয়।

আঞ্চলিক কর্মকর্তারা হামলার কথা নিশ্চিত করেছেন। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।