প্রতিরক্ষা চুক্তিতে রাজি ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র

ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে ডেনমার্কে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা যাবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডেনিশ  প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি মাসে সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে একই ধরনের চুক্তি স্বাক্ষরের ডেনমার্ক ১০ বছর মেয়াদি এই চুক্তির ঘোষণা দিলো।

এক সংবাদ সম্মেলনে ফ্রেডেরিকসেন বলেছেন, এই চুক্তির অর্থ হলো ডেনমার্কের মাটিতে মার্কিন সেনা ও সরঞ্জাম স্থায়ীভাবে মোতায়েন করা যাবে।

তিনি বলেছেন, গত বছর ফেব্রুয়ারিতে এই চুক্তি নিয় দুই দেশের আলোচনা শুরু হয়েছিল। চলতি সপ্তাহের শেষ দিকে এটি স্বাক্ষর হবে। প্রায় এক বছরের প্রয়োজনীয় আইন পাস শেষে তা বাস্তবায়ন শুরু হবে।

সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে ফিনল্যান্ড। ডিসেম্বরের শুরুতে সুইডেনও একই ধরনের চুক্তি করেছে। এর আগে ২০২১ সালে নরওয়ের সঙ্গেও এমন চুক্তি করেছিল। এসব চুক্তির আওতায় দেশগুলোতে নিজেদের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র।