যুক্তরাজ্যে চোখ রাঙাচ্ছে বন্যা

ভারী বৃষ্টিতে যুক্তরাজ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) অতিরিক্ত বৃষ্টির কারণে দেশটির প্রধান নদীগুলোর পানির স্তর বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ১ হাজারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০০টিরও বেশি স্থানে বন্যা সতর্কতা জারি করেছে কর্র্তপক্ষ। সব ধরনের ভ্রমন পরিষেবা বাতিল করেছে ট্রাভেল অপারেটররা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহে একের পর এক ঝড়ের মুখোমুখি হচ্ছে যুক্তরাজ্য। ফলে সেখানে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া বর্ষণে দেশটির একাধিক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নদীর পানি উপচে ইতোমধ্যেই ইংল্যান্ড এবং ওয়েলসের একাধিক এলাকা প্লাবিত হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপের অন্যান্য অঞ্চলেও ঝড়ের কারণে বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় প্লাবিত হয়েছে পড়েছে মধ্য ইংল্যান্ডের ট্রেন্ট নদী। সেখানে বন্যার সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। লন্ডনের ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পূর্ব দিকে একটি খাল বানের জলে উপচে পড়লে প্রায় ৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এনভায়রনমেন্ট এজেন্সির বন্যা ব্যবস্থাপনার পরিচালক ক্যারোলিন ডগলাস বিবিসিকে বলেছেন, ‘আমরা জেগে উঠে দেখি, পুরো দেশ একটি অতি আর্দ্র পরিস্থিতির মধ্যে রয়েছে।’

ডগলাস বলেন, এ পর্যন্ত প্রায় এক হাজার বাড়ি প্লাবিত হয়েছে। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, দেশের দক্ষিণের তিনটি অংশে রেললাইন বন্ধ রাখা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।