পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর পদত্যাগের কথা জানালেন  তিনি। এই সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে সাহস, প্রতিশ্রুতি ও সংকল্পের পরিচয় দিয়েছেন বোর্ন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে। এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন এই পদে দায়িত্ব পালন করবে। তার উত্তরসূরি হিসেবে কাকে নিযুক্ত করা হবে সে বিষয়ে এখনো জানা যায়নি।

এলিজাবেথ বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি ছিলেন ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। 

আগামী জুনে নির্বাচনকে সামনে রেখে তার মন্ত্রীসভায় রদবদল করতে চাচ্ছেন ম্যাক্রোঁ। তার সরকার ডিসেম্বরে অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশে একটি উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হয়েছিল, যা ব্যাপকভাবে সংকট সৃষ্টি করে।

ম্যাক্রোঁর রাষ্ট্রপতিত্বের তিন বছর বাকি থাকায় বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত নীতি এবং আইনি পরাজয়ের জন্য ধারাবাহিক প্রতিবাদের পরে তার সরকারের রাজনৈতিক প্রেরণা পুনরুজ্জীবিত করার জন্য একটি সংশোধন করা প্রয়োজন।