বোয়িংয়ের আরও ফ্লাইট বাতিল করলো আলাস্কা এয়ারলাইন্স

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ এর আরও ফ্লাইট বাতিল করেছে আলাস্কা এয়ারলাইন্স। মঙ্গলবার (১৬ জানুয়ারি) পর্যন্ত ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে মাঝ আকাশে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের অব্যবহৃত একটি দরজা উড়ে যায়। এ ঘটনার পর এই মডেলের উড়োজাহাজের মান নিয়ে তদন্ত শুরু হয়। বোয়িং উড়োজাহাজের ‘গুণগতমান’ বিষয়ে তদন্ত চলাকালীন বুধবার বোয়িংয়ের বেশকিছু ফ্লাইট বাতিল করেছিল আলাস্কা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স।

তবে এরইমধ্যে আরও ফ্লাইট বাতিল করার ঘোষণা ‍দিয়েছে আলাস্কা এয়ারলাইনস। তারা বলেছে, শিডিউল করা ফ্লাইটগুলো বাতিলের মেয়াদ ১৬ জানুয়ারী পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

৬৫ ম্যাক্স ৯ উড়োজাহাজ অবরণের পর গত শনিবার থেকে প্রতিদিনের প্রায় ২০ শতাংশ ফ্লাইট বাতিল করছে আলাস্কা।

বুধবার আলাস্কা এয়ারলাইন্স বলেছিল, শনিবার পর্যন্ত ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের জেটের সব ফ্লাইট বাতিল করবে তারা।

ওইদিন ইউনাইটেড এয়ারলাইন্স তাদের ১৬৭টি ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছিলো। ইউনাইটেড এয়ারলাইন্সে ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের ৭৯টি উড়োজাহাজ রয়েছে।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি উড়োজাহাজ ১৭১ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে শুক্রবার ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিওর উদ্দেশে যাত্রা করে। মাঝ আকাশে হঠাৎ বিমানটির কেবিনের একটি দরজা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। এরপর পোর্টল্যান্ডে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয় উড়োজাহাজটি।

তবে উড়োজাহাজের দরজা ভেঙে যাওয়ার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।