যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় রোববার (১৪ জানুয়ারি) বেলুন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

ইলয় পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় শহরের প্রায় পাঁচ মাইল উত্তরে ইলয় মরুভূমির একটি গ্রামীণ মরু এলাকা পিনাল কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এতে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার সময় বেলুনটিতে মোট ১৩ জন ছিলেন বলে নিশ্চিত করেছেন ইলয়ের মেয়র। তাদের মধ্যে আটজন স্কাইডাইভার, চারজন যাত্রী এবং একজন পাইলট।

দুর্ঘটনার ঠিক আগে স্কাইডাইভাররা বেলুনটি থেকে বেরিয়ে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুনটি ভূমিতে বিধ্বস্ত হওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে উপরে এবং নীচে করে উড়েছিল।

প্রতিবেদনটিতে বলা হয়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালেই মারা যান এবং পঞ্চম ব্যক্তি বর্তমানে ভ্যালি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, বেলুনের ত্রুটির কারণে বেলুনটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।