X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয় ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৪:২৩আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৪:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউজে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ার ফোর্স ওয়ানে নিউজার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইরান এটি অন্য কোনও স্থানে আবার শুরু করতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন,  ‘আমি বলব এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয়, ওদের অন্য কোনও স্থানে আবার শুরু করতে হবে। আর যদি ওরা শুরু করে, তাহলে সেটা হবে এক বড় সমস্যা।’

তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় পরিদর্শন নিয়ে উত্তেজনা বাড়ায় সংস্থাটি তাদের শেষ পরিদর্শক দলটিকেও ইরান থেকে প্রত্যাহার করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

তিন সপ্তাহ আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে আইএইএ’র পরিদর্শকরা ইরানের কোনও স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার।

এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যেখানে বলা হয়েছে যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। যদিও আইএইএ বলেছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিতের কথা জানায়নি। তবে কবে নাগাদ তাদের পরিদর্শকরা ইরানে ফিরতে পারবে তা অনিশ্চিত।

ইরান অভিযোগ করেছে, আইএইএ কার্যত ৩১ মে প্রকাশিত একটি কড়া প্রতিবেদন এবং এর জের ধরে ৩৫-জাতির গভর্নর বোর্ডের প্রস্তাবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বোমা হামলার পথ তৈরি করে দিয়েছে। ওই প্রস্তাবে ইরানকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের মোট ৯ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের কী হয়েছে তা স্পষ্ট নয়। ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ — অস্ত্র তৈরির স্তরের এক ধাপ নিচে।

/এস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
আফগানদের পুনর্বাসনের পরিকল্পনায় যুক্তরাজ্যে দাঙ্গার শঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
মিটফোর্ডে সোহাগ হত্যা: রবিনসহ নতুন গ্রেফতার আরও ২ জন রিমান্ডে
মিটফোর্ডে সোহাগ হত্যা: রবিনসহ নতুন গ্রেফতার আরও ২ জন রিমান্ডে
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত