X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রোমের পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৩:০৫আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩:০৫

ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলের একটি পেট্রোল স্টেশনে বিশাল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রোমের শ্রমজীবী শ্রেণিভুক্ত প্রেনেস্টিনো এলাকার পেট্রোল, ডিজেল এবং তরল পেট্রোলিয়ম গ্যাস সরবরাহকারী একটি স্টেশনে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার একটু পরেই সারা শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই বিস্ফোরণে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন ১২ জন পুলিশ কর্মকর্তা এবং ৬ জন অগ্নিনির্বাপক কর্মী।

ইতালীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তার প্রয়োজন হচ্ছে।

ওয়েবসাইট ‘রোমা টুডে’ একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়-আকাশে বিশাল আগুনের গোলা ও ধোঁয়া উড়ছে। ফায়ার সার্ভিস কর্তৃক প্রকাশিত অন্যান্য ছবিতে দেখা যায়, পেট্রোল স্টেশনটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

পোপ লিও চতুর্দশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার ডায়োসিসের কেন্দ্রে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি। আমি এই মর্মান্তিক ঘটনার অগ্রগতি উদ্বেগের সঙ্গে অনুসরণ করছি।’

ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার আগে একটি ট্রাক স্টেশনের একটি পাইপলাইনে ধাক্কা দেওয়ায় অগ্নিনির্বাপক ও অ্যাম্বুলেন্স কর্মীরা আগেই ঘটনাস্থলে পৌঁছেছিল। বিস্ফোরণে তারাও ক্ষতিগ্রস্ত হন।

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, জ্বালানি ট্যাংকে পুনরায় তেল ভরার সময় কোনও একটি ত্রুটির কারণে গ্যাস লিক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, যা থেকে আগুন এবং পরবর্তীতে বিস্ফোরণ ঘটে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পুলিশের সদস্য, অগ্নিনির্বাপক ও অন্যান্য জরুরি পরিষেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাদের তৎপরতায় এই মর্মান্তিক ঘটনা আরও ভয়াবহ রূপ নেওয়া থেকে রক্ষা পেয়েছে।’

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টেশনটিতে ইএনআই ব্র্যান্ডের নাম থাকলেও এটি ইতালীয় জ্বালানি কোম্পানিটির মালিকানাধীন ছিল না।

গত বছরের ডিসেম্বর মাসে ফ্লোরেন্সের কাছে ইএনআই’র একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছিল।

/এস/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয় ইরান: ট্রাম্প
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে হামাস
সর্বশেষ খবর
করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় আরও একজনের মৃত্যু
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে
জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করা সেই পুলিশ সদস্য বরখাস্ত
জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করা সেই পুলিশ সদস্য বরখাস্ত
জোতার পরিবারকে চুক্তির বাকি পাওনা দেবে লিভারপুল
জোতার পরিবারকে চুক্তির বাকি পাওনা দেবে লিভারপুল
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম