সুইডেনের ন্যাটোতে যোগদানে হাঙ্গেরি সম্মতি দেবে, আশা স্টলটেনবার্গের

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সুইডেনকে ন্যাটোর সদস্যপদে অনুমোদন দিতে পারে হাঙ্গেরি। শুক্রবার (২৬ জানুয়ারি) এমনটাই প্রত্যাশা করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। এই অনুমোদনের মধ্য দিয়ে সুইডেনকে পশ্চিমা সামরিক জোটে প্রবেশের বাধা দূর করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুইডেনকে ন্যাটো অন্তর্ভুক্ত করার ইস্যুতে স্টলটেনবার্গ বলেন, সুইডেনকে অনুমোদন দেওয়ার বিষয়ে টেলিফোনে আশ্বস্ত করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এই জোটে সুইডেনের যোগদানকে সমর্থন করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, হাঙ্গেরির সংসদ অধিবেশনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে এবং সুইডেনকে অনুমোদন দিবে। তাই এটির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ন্যাটো সদর দফতরে সাংবাদিকদেরকে স্টলটেনবার্গ বলেন, সুইডেন সদস্য হলে ন্যাটো আরও শক্তিশালী হবে। ন্যাটো সদস্য দেশগুলোকে নিরাপদ বলয়ের মধ্যে নিয়ে আসবে।

এই জোটে যোগ দিতে হলে ন্যাটোর ৩১ সদস্যের সবার অনুমোদন প্রয়োজন। সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের প্রস্তাবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) অনুমোদন দিয়েছে তুরস্কের সংসদ। ফলে প্রায় বিশ মাস অপেক্ষার পর পশ্চিমা সামরিক জোটে অন্তর্ভুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেছে সুইডেন।