বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করবে রাশিয়া

সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার (১মার্চ) দেশটির মানবাধিকার কর্মকর্তা তাতায়ানা মোসকালকোভা এই তথ্য জানিয়েছেন। জানুয়ারিতে ইউক্রেনীয় যুদ্ধবন্দি সেনাদের নিয়ে রুশ ভূখণ্ডে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। রুশ বার্তা সংস্থা আরআইএ এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জানুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধিবন্দি বিনিময় চুক্তি হয়। এর আওতায় ইউক্রেনীয় যুদ্ধবন্দি সেনাদের নিয়ে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইলিউশিন ইল-৭৬ নামের একটি রুশ সামরিক বিমান। এসময় বিমানটি রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভূপাতিত হয়। এতে ৬৫ বন্দি ইউক্রেনীয় সেনাসহ ৭৪ জন নিহত হন।

এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে এ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেনি দেশটি।

এছাড়া, বিমানটিকে গুলি করে ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মোসকালকোভা বলেছেন, মৃতদেহের বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।