আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বীকৃতি দেয় না রাশিয়া: ক্রেমলিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই রুশ কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার স্বীকৃতি দেয় না রাশিয়া। বুধবার (৫ মার্চ) এই অস্বীকৃতির কথা জানিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠায় রোম চুক্তিতে রাশিয়া ছিল না। তাই আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বীকৃতি দেয় না রাশিয়া।

আইসিসি মঙ্গলবার বলেছে, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রুশ কমান্ডার সের্গেই কোবিলাশ ও ভিক্টর সোকোলভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

এছাড়া গত বছরের মার্চে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শিশু কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

ওই সময়ের গ্রেফতারি পরোয়ানাও অস্বীকার করেছিল রাশিয়া।

এই ধরনের গ্রেফতারি পরোয়ানার বাস্তব প্রভাব নিয়ে রুশ কর্মকর্তারা বলেন, এর কোনও বৈশ্বিক প্রভাব নেই। কারণ ইরাক বা আফগানিস্তানের যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে কোনও মার্কিন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হয়নি।