মস্কোর হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে কনসার্ট চলাকালে বন্দুকধারীদের হামলা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ মার্চ) রাতে এ কথা বলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিয়মিত এক সংবাদ সম্মেলনে কিরবি বলেছেন, এই নৃশংস বন্দুক হামলার ঘটনায় হতাহতদের প্রতি আমাদের সমবেদনা।

তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে বড় ধরনের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

তিনি আরও বলেছেন, ঘটনার অগ্রগতি ও আরও তথ্যের জন্য এসব মার্কিন নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে।

শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট হলে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা  হামলা চালায়। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। এর ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হামলায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। তবে নির্দিষ্টভাবে কোনও সংখ্যা জানা যায়নি।