ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

রুশ দখলকৃত ক্রিমিয়ার উপকূলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের কাছে সাগরে এটি বিধ্বস্ত হয়। রুশ মনোনীত স্থানীয় গভর্নর এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রেজভোঝায়েভ বলেছেন, উড়োজাহাজের পাইলট নিরাপদ রয়েছেন। তাকে উদ্ধার করা হয়েছে। বেসামরিক কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।

এর আগে রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে বলা হয়েছিল, সেভাস্তোপোলের কাছে রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিধ্বস্তের কারণ জানা যায়নি।

২০১৪ সালে ক্রিমিয়ার উপদ্বীপ দখল করে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে ক্ষেপণাস্ত্র বা সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার দখলকৃত কৃষ্ণসাগর এলাকায় ধারাবাহিক সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। কয়েক দিন আগে ক্রিমিয়ায় কয়েকটি রুশ যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।