যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় প্রয়োজন ইউরোপ: ন্যাটো প্রধান

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ইউরোপের প্রয়োজন রয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইউরোপের প্রয়োজনীয়তার কথা বলেন উত্তর আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো)-র মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ন্যাটো-র ৭৫তম বার্ষিকী উপলক্ষে জেনস স্টলটেনবার্গ বলেন, ন্যাটো শুধু ইউরোপের নিরাপত্তাকে শক্তিশালী করে না, উত্তর আমেরিকাকেও শক্তিশালী করে।

তিনি বলেন, উত্তর আমেরিকারও ইউরোপের প্রয়োজনীয়তা আছে। কারণ ইউরোপীয় মিত্ররা বিশ্বমানের সামরিক বাহিনী, বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক এবং অনন্য কূটনৈতিক সুবিধা প্রদান করে। যা আমেরিকার শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে।

ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে স্টলটেনবার্গ আরও বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য উত্তর আমেরিকার প্রয়োজন।