রাশিয়ার সঙ্গে সংলাপ চালু রাখতে হবে: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে আক্রমণ স্বত্বেও রাশিয়ার সঙ্গে যোগাযোগ অবশ্যই চালু রাখতে হবে। শুক্রবার (৫ এপ্রিল) ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু ফোনালাপ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে। ২০২২ সালের অক্টোবরের পর এটিই তাদের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেনে আক্রমণকে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ উল্লেখ করে সমালোচনা করে আসছে ফ্রান্স।

ফোনালাপের পরে রাশিয়া দাবি করেছিল, দুই দেশ সম্ভাব্য শান্তি আলোচনা বা ইউক্রেন নিয়ে সংলাপে আগ্রহ প্রকাশ করেছে। তবে ফ্রান্স পরে তা অস্বীকার করেছে।

শুক্রবার এক বিবৃতিতে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো বলেছেন, রাশিয়া একটি সার্বভৌম দেশকে আক্রমণ করেছে। এই কারণে ইতালি ও ফ্রান্স সব সময় ইউক্রেনকে সমর্থন দেবে। এটি গুরুত্বপূর্ণ যে মোকাবিলা ও সংলাপের সুযোগ সব সময় উন্মুক্ত রাখা।

বৃহস্পতিবার লেকর্নুর সঙ্গে কথা বলেছেন ক্রসেত্তো। বিবৃতিতে তিনি আরও বলেছেন, কঠোর ও গুরুত্বপূর্ণ যোগাযোগ আবশ্যক রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য। তাছাড়া শান্তির জন্য পরিস্থিতি তৈরিতে সক্ষম হতে গেলেও তা প্রয়োজন।