এবার রুশ-বান্ধব প্রেসিডেন্ট পেলো স্লোভাকিয়া

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী পিটার পেল্লেগ্রিনি জয়ী হয়েছেন। শনিবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন। এর ফলে দেশটিতে রুশপন্থি প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ক্ষমতা আরও সুসংহত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ৯৯ দশমিক ৬৬ শতাংশ ভোট গণনার পর পেল্লেগ্রিনি পেয়েছেন ৫৩ দশমিক ২৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পশ্চিমাপন্থি প্রার্থী ইভান করকক পেয়েছেন ৪৬ দশমিক ৭৩ শতাংশ ভোট।

স্লোভাক প্রেসিডেন্টের খুব বেশি নির্বাহী ক্ষমতা নেই। তবে তিনি আইনে ভেটো দিতে বা সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। সাংবিধানিক আদালতের বিচারকও নিয়োগ দেন প্রেসিডেন্ট। যা ফিকোর রাজনৈতিক সংস্কারের ভাগ্য নির্ধারণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

৪৮ বছর বয়সী পেল্লেগ্রিনির জয়ী হওয়ার ফলে ক্ষমতার সবকেন্দ্রগুলোতে সমর্থন পাবেন ফিকো। জয়ী হওয়ার পর তিনি বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নের উদ্যোগকে সরকারকে সমর্থন দেওয়া প্রেসিডেন্ট হবো আমি। স্লোভাকিয়া যাতে শান্তির পক্ষে থাকে, যুদ্ধের পক্ষ না নেয়, সেজন্য আমি সব কিছু করব।

গত বছর অক্টোবরে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন ফিকো। তিনি ইতোমধ্যে স্লোভাকিয়ার পররাষ্ট্রনীতিকে রুশঘেঁষা করেছেন এবং ফৌজদারি আইন ও সংবাদমাধ্যমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এতে করে দেশটিতে আইনের শাসন দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে।