মধ্য ইউরোপে ভয়াবহ বন্যার শঙ্কা, মোকাবিলার প্রস্তুতি

মধ্য ইউরোপে আসন্ন ভয়াবহ বন্যার আশঙ্কায় প্রস্তুতি শুরু হয়েছে। অস্ট্রিয়ায় বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে, চেক প্রজাতন্ত্রে জলাধার খালি করা হয়েছে, আর পোল্যান্ডে ফ্লাশ বন্যার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই’। দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার পর ওরক্লায় একটি ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অস্ট্রিয়ায় ইতোমধ্যে প্রবল বৃষ্টিপাত ও পর্বতাঞ্চলে তুষারপাতের কারণে ভ্রমণ বিঘ্নিত হয়েছে। দেশটির চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন, প্রয়োজন হলে সেনাবাহিনী এক হাজার সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে সরকার।

২০০২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মানুষের মনে গেঁথে আছে। প্রাগের ঐতিহাসিক মালা স্ত্রানা অঞ্চলের চের্তোভকা খাল সুরক্ষার জন্য ভারী স্টিলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জলাধারগুলো খালি করে রাখা হচ্ছে যাতে ১৯৯৭ ও ২০০২ সালের মতো বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

এদিকে পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জরুরি সেবার ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, সেখানকার পরিস্থিতি খুব উদ্বেগজনক নয়, তবে স্থানীয়ভাবে ফ্লাশ বন্যার শঙ্কা রয়েছে। মালোপলস্কা প্রদেশে দুই মিলিয়ন বালুর বস্তা মজুদ করা হয়েছে। আরও এক মিলিয়ন বালুর বস্তা রয়েছে ওরক্লা প্রদেশে।

অস্ট্রিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কিছু অঞ্চলে ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও তা ২০ সেন্টিমিটার অতিক্রম করবে। এই বৃষ্টিপাতের কারণে মধ্য ইউরোপের বিস্তৃত অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।