শরণার্থী ফেরত না নিলে উন্নয়ন সহযোগিতা বন্ধের হুমকি জার্মানির

37058889_303জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল ও স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজিয়েরি জানিয়েছেন, যেসব শরণার্থী জার্মানিতে বসবাসের অনুমতি পাননি তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। যেসব দেশ অনুমতি না পাওয়া এসব শরণার্থীদের ফিরিয়ে নিতে রাজি হবে না, সেই দেশগুলোকে উন্নয়ন সহযোগিতা দেওয়া বন্ধ করে দেবে জার্মানি। সোমবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

ডের স্পেইজেল সংবাদ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল বলেছেন, যারা শরণার্থী বিষয়ে আমাদের যথাযথভাবে সহযোগিতা করবে না তারা আমাদের উন্নয়ন সহযোগিতা পাওয়ার আশা করতে পারে না।

জার্মান ব্রডকাস্টার এআরডিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী মেইজিয়েরি ভাইস চ্যান্সেলরের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন, আমি এই ধারণা সম্পূর্ণরূপে সমর্থন করি।

খবরে বলা হয়েছে, জার্মান বিচারমন্ত্রী হেইকো মাস-এর সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন মেইজিয়েরি। বৈঠকে যেসব শরণার্থীর আবেদন খারিজ করা হয়েছে তাদের নিয়ে করণীয় প্রস্তাব নিয়ে আলোচনা হবে। মেইজিয়েরির প্রস্তাবের মধ্যে রয়েছে, বিপজ্জনক শরণার্থী যাদের আবেদন খারিজ করা হয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে বন্দি শিবিরে রাখা। তিনি বলেন, বিপজ্জনক শরণার্থীদের যাতে বন্দি শিবিরে রাখা যায় সেজন্য আমি নির্দিষ্ট প্রস্তাব দেব।

নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিষয়ে দৃঢ় অবস্থান না নেওয়ায় জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি)-এর সমালোচনা করেছেন মেইজিয়ের। তবে এসপিডির একাংশের নেতা থমাস ওপারম্যান বলেছেন, যেসব শরণার্থীর আবেদন মঞ্জুর হয়নি তাদের ফিরিয়ে নিতে যেসব দেশ রাজি হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করা উচিত বলে মনে করেন এই নেতা।

উল্লেখ্য সম্প্রতি ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। কিন্তু এসব বেশ কিছু সন্ত্রাসী হামলার পর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মেরকেলের শরণার্থী আশ্রয় নীতি নিয়ে দেশটিতে সমালোচনার ঝড় উঠে। তবে ইংরেজি নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শরণার্থীদের আশ্রয় দেওয়ার স্বপক্ষে নিজের অবস্থান জানিয়ে মেরকেল বলেছেন, ‘এটা হচ্ছে আমাদের গণতন্ত্র, আইনের শাসন ও মূল্যবোধের প্রতিফলন। বিপরীতে রয়েছে ঘৃণ্য সন্ত্রাসবাদ। আমরা প্রমাণ করব সন্ত্রাসবাদের চেয়ে আমরা শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধ থাকলেই শক্তিশালী। আমাদের রাষ্ট্র শক্তিশালী।’ তবে ভাষণে ইসলামি সন্ত্রাসবাদকে জার্মানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি। মেরকেল বলেন,‘মানবিকতার সুযোগ নিয়ে সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না।’ সূত্র: ডয়চে ভেলে।

/এএ/