তুরস্কের বিমানঘাঁটি থেকে জার্মান সেনা প্রত্যাহার শুরু

তুরস্কের একটি বিমানঘাঁটি থেকে জার্মানি সেনা প্রত্যাহার শুরু করেছে। রবিবার এই সেনা প্রত্যাহার শুরু হয় বলে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।

s2.reutersmedia.net

এই বিমানঘাঁটিতে জার্মান সেনারা ইসলাম স্টেট (আইএস)-বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিক অভিযানে সহযোগিতা করত। ঘাঁটিতে প্রবেশের অনুমতি না দেওয়ায় তুরস্কের সঙ্গে বিরোধের জেরে জার্মানি সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রবিবার একটি জার্মান এয়ার ট্যাংকার রিফুয়েলার ইনকারলিক ঘাঁটি থেকে জর্ডানের বিমানঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জার্মান সংসদ গত মাসে তুরস্কের ইনকারলিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার অনুমোদন করেছিল। বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টার পর জার্মানিতে তুরস্কের রাজনৈতিক প্রচারণা চালানোর অনুমতি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

সেনা প্রত্যাহার শুরু হলেও জার্মান টর্নেডো বিমানগুলো জুলাই মাসের শেষ পর্যন্ত ইনকারলিক ঘাঁটিতে সক্রিয় থাকবে। ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটকে সহযোগিতা করবে জার্মান বিমানগুলো। এই সময়ের মধ্যে তুরস্ক থেকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম জর্ডানে স্থানান্তর করা হবে একটি নতুন ঘাঁটিতে। অক্টোবরে বিমানগুলো সেখানে মোতায়েন করা হবে।

তুরস্কের এক কর্মকর্তা সেনা প্রত্যাহার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা প্রত্যাহার বিষয়টি ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল। সূত্র: রয়টার্স।

/এএ/