বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে যৌন হয়রানির শিকার ডয়চে ভেলে'র সাংবাদিক

 রাশিয়ায় চলমান বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় যৌন হয়রানির শিকার হয়েছেন জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের নারী সাংবাদিক জুলিয়েথ গনজালেজ থেরান। মস্কো থেকে ডয়েচে ভেলের স্পেনিশ ভাষার সরাসরি সম্প্রচার চলার সময়ে এক ব্যক্তি আকস্মিক তাকে বুক চেপে ধরে চুমু খায়।

DfpvaROW0AAbIq5

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ঘটনার আকস্মিকতায় জুলিয়েথ চমকে গেলেও ক্যামেরার সামনে কথা বলা অব্যাহত রাখেন। এই সময় ওই ব্যক্তি পেছনের ভিড়ে আত্মগোপন করে। যৌন হয়রানির ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।

গনজালেজ বলেন, ঘটনাস্থলে সম্প্রচারের জন্য আমি দুই ঘণ্টা ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় কোনও বিঘ্ন ঘটেনি। কিন্তু যখন আমরা সরাসরি সম্প্রচার শুরু করি, ওই ব্যক্তি পরিস্থিতির সুযোগ নেয়। পরে যখন আমি ওই ব্যক্তিকে খুঁজছিলাম, তখন পাইনি।

জার্মানির বুন্দেস লিগের প্রথম নারী রেফারি বিবিয়ানা স্টেইনহস জানান, জুলিয়েথের কষ্ট তিনি অনুভব করতে পারছেন। কারণ অতীতে এধরনের ঘটনা অনেক ঘটেছে। এমন ঘটনা গ্রহণযোগ্য নয়।

এই ঘটনার জন্য পুরুষকেন্দ্রিক খেলার সংস্কৃতিকে দায়ী করছেন জুলিয়েথ। তিনি বলেন, অনেক মানুষ মনে করেন সাংবাদিকরা এসব অনুষ্ঠানের একটু জৌলুস বাড়ান। কিন্তু আমরা পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করতে চাই।

এদিকে, একই ধরনের যৌন হয়রানির শিকার হয়েছেন আরও কয়েকজন নারী সাংবাদিক। বিশ্বকাপের সম্প্রচারের সময়েই জার্মানির আরেক সংবাদমাধ্যম জেডিএফের সাংবাদিক ক্লডিয়া নিউমান। এর আগে এপ্রিলে মেক্সিকোর মারিয়া ফার্নান্দো মোরা একদল উদযাপনকারী ভক্তের দ্বারা নিপীড়নের শিকার হয়েছিলেন।