রেল শ্রমিকদের ধর্মঘটে জার্মানিতে যানজট

মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানিতে রেল শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের ফলে দূর পাল্লার ও মেট্রো রেলের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে করে সৃষ্ট যানজটে পড়তে হয় কয়েক হাজার চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

25FP76X4LMI6RIL6CYVXCLUPYI

সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, জার্মান সময় সোমবার সকালে দেশটির সবচেয়ে বড় রেল সিস্টেম ডয়চে বানের কর্মীরা ধর্মঘট শুরু করেন। মজুরি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনা ব্যর্থ হলে এই ধর্মঘট শুরু হয়।

ইভিজি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানিতে মজুরি বৃদ্ধির আলোচনার সময় প্রায়ই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

জার্মান বার্তা সংস্থা ডিডিএ জানায়, বাভারিয়ার মতো জার্মানির কিছু এলাকায় সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে শহরে যানজট দেখা দেয়।