কোলনে যৌন হয়রানি

কঠোর অভিবাসন আইনের প্রস্তাব মের্কেলের

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেলনববর্ষ উৎসবে জার্মানির কোলন শহরে নারীদের যৌন নিপীড়নের ঘটনার পর সমালোচিত জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল অভিবাসন আইন কঠোর প্রস্তাব করেছেন। মের্কেলের প্রস্তাবিত আইনে, জার্মানিতে অবস্থানরত কোনও অভিবাসী অপরাধ করলে তাকে দেশে ফেরত পাঠানো যাবে।

বিবিসির খবরে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ঘোষণা করেছেন, আশ্রয়প্রার্থী বা অভিবাসীরা অপরাধ করলে যাতে করে নিজ দেশে ফেরত পাঠানো যায় সে লক্ষ্যে তারা আইন সংশোধন করবেন।

শনিবার দলের বৈঠক শেষে মের্কেল বলেন, যারা অপরাধ করছে, তারা আইন লঙ্ঘন করছেন। কাজেই এর একটা পরিণাম অবশ্যই হতে হবে।

অ্যাঞ্জেলা মের্কেলই গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থীকে জার্মানিতে স্বাগত জানিয়েছিলেন। যৌন হামলার ঘটনায় অভিবাসীরা জড়িত বলে অভিযোগ ওঠে। এ যৌন হামলার ঘটনায় মের্কেলের অভিবাসন নীতিই প্রশ্নের মুখে পড়ে।  মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেই ক্ষোভের সৃষ্টি হয়।

দলের নেতারা দাবি করেন অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইন করার। তারা চান অভিবাসীদের যাতে সহজেই জার্মানি থেকে ফেরত পাঠানো যায় সেরকম একটি আইন।

/এএ/