শরণার্থীদের ওপর হামলার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ

বর্ণবাদ ও শরণার্থীদের ওপর হামলার প্রতিবাদে জার্মানির স্টুটগার্ট শহরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার এ বিক্ষোভে প্রায় সাত হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ বিক্ষোভের ফলে কিভাবে দেশটিতে শরণার্থীদের নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে বিরোধ আরও বাড়ল।

জার্মানির ডিপিএ বার্তা সংস্থার বরাত কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, শনিবারের বিক্ষোভটি আয়োজন করে স্থানীয় গির্জা, শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য কয়েকটি গ্রুপ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলো মের্কেল শরণার্থী গ্রহণের সংখ্যা কমিয়ে দেওয়ার ঘোষণার পরই এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

গত বছর জার্মানিতে প্রায় ১১ লাখ শরণার্থী ও অভিবাসী আবেদন করেছেন। দেশটিতে নিয়মিত অভিবাসীদের বাসস্থানে হামলার ঘটনা ঘটছে।

বর্ষবরণে চালানো যৌন সন্ত্রাসের ঘটনায় অভিবাসীদের দায়ী করছে জার্মানির ডানপন্থীরা। যৌন হামলার ঘটনার পর থেকেই দেশটিতে শরণার্থী গ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ ও শরণার্থীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।

/এএ/