জার্মানিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্তের আশঙ্কা

জার্মানির পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের মন্ত্রী দেশটিতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রন-এ আক্রান্ত শনাক্তের আশঙ্কার কথা জানিয়েছেন। শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক যাত্রীর দেহে ভ্যারিয়েন্টের মিউটেশন পাওয়ার পর এই আশঙ্কার কথা জানালেন তিনি।

হেসে রাজ্যের সামাজিক বিষয়ক মন্ত্রী কাই ক্লোজ টুইটারে জানান, গত রাতে আফ্রিকা থেকে আসা এক যাত্রীর দেহে ওমিক্রনের মতো মিউটেশন পাওয়া গেছে।

তিনি জানান, ভ্যারিয়েন্টটির পূর্ণাঙ্গ সিকুয়েন্স নেওয়া হয়েছে এবং ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যে যারা দক্ষিণ আফ্রিকা সফর করেছেন তাদের মানুষের সংস্পর্শে আসা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মানিতে এমন সময় এই ভ্যারিয়েন্টে আক্রান্তের আশঙ্কার কথা জানানো হলো যখন ইউরোপের বিভিন্ন দেশ করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে হিমশিম খাচ্ছে।

শনিবার জার্মানিতে রেকর্ড সংখ্যক ৬৭ হাজার ১২৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স