ইউক্রেনকে আপাতত অস্ত্র দেবে না জার্মানি

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিলো জার্মানি। ব্রিটেনের পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র সরবরাহ শুরুর কয়েক দিনের মাথায় একথা জানালেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলার শোলজ উল্লেখ করেছেন, সংঘাত কবলিত অঞ্চলে অস্ত্র সরবরাহ করা বার্লিনের নীতি নয়।

প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, ইউক্রেনকে সহযোগিতার ইচ্ছার বিষয়টি আমি বুজতে পারছি। ইতোমধ্যে আমরা তা করছি।

তিনি বলেন, ফেব্রুয়ারি ইউক্রেন একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল পাবে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ, এই প্রকল্পের পুরো ব্যয় ৫.৩ মিলিয়ন ইউরো অর্থায়ন করবে জার্মানি।

জার্মান মন্ত্রী উল্লেখ করেন, কয়েক বছর ধরে সামরিক হাসপাতালে গুরুতর আহত সেনাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে জার্মানি। তবে এই মুহূর্তে কিয়েভকে অস্ত্র সরবরাহ করে সহযোগিতা করতে প্রস্তুত নয় বার্লিন।

তিনি আরও বলেন, উত্তেজনা নিরসনের জন্য সবকিছু আমাদের করতে হবে। এখন অস্ত্র সরবরাহ এক্ষেত্রে সহযোগিতা করবে না। এই বিষয়ে জার্মান সরকারের নিজস্ব অবস্থান রয়েছে।