ইউক্রেন ইস্যুতে জার্মান নৌবাহিনী প্রধানের পদত্যাগ

ইউক্রেন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মান নৌবাহিনীর প্রধান কাই-আচিম শোনবাক। সম্প্রতি তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাতে চায় বলে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তা বুদ্ধিহীন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা চান, সেটা হচ্ছে সম্মান।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ কিয়েভে অস্ত্র সহায়তা পাঠিয়েছে। তবে ইউক্রেন অস্ত্র পাঠানোর আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করেছে জার্মানি।

ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনার কথাও অস্বীকার করেছে রাশিয়া। কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর কাছে বেশ কয়েকটি নিরাপত্তা চাহিদা দাবি করেছে। এরমধ্যে রয়েছে ইউক্রেনকে ন্যাটো জোটে না নেওয়া এবং পুর্ব ইউরোপে ন্যাটোর সামরিক মহড়া বাতিল করা। এগুলোকে নিজেদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে রাশিয়া। এদিকে যুক্তরাজ্য অভিযোগ তুলেছে পুতিন ইউক্রেনে মস্কোপন্থী সরকার বসানোর ষড়যন্ত্র করছে।

গত শুক্রবার ভারতের এক থিংক-ট্যাংক আলোচনায় জার্মান নৌবাহিনীর প্রধান কাই-আচিম শোনবাক বিতর্কিত মন্তব্য করেন। পরে ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শোনবাক বলেন, ভ্লাদিমির পুতিনকে পশ্চিমের সমকক্ষ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, ‘তাকে শ্রদ্ধা দেখানো সহজ, সেটা তিনি সত্যিই চান আর সম্ভবত এটা তার প্রাপ্য।’

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় কাই-আচিম শোনবাকের মন্তব্যকে ‘স্পষ্টভাবে অগ্রহণযোগ্য’ আখ্যা দেয়। পশ্চিমা দেশগুলোতেও ওই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়।

এর জেরে শনিবার জার্মান নৌবাহিনীর প্রধান কাই-আচিম শোনবাক জানান তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি জানান, নতুন করে কোনও ক্ষতি এড়াতে এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সূত্র: বিবিসি