জার্মানিতে একদিনে ২ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত

জার্মানিতে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। রবার্ট কোজ ইনস্টিটিউটের (আরকেআই) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ২ লাখ ৩ হাজার ১৩৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন। অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তারের মধ্যেই এ খবর এলো।

জার্মানির স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশটির ১৬ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত। যা মহামারির শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্যই সংক্রমণ এতো বেশি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, আগামী মধ্য ফেব্রুয়ারি নাগাদ জার্মানিতে করোনার সংক্রমণ অনেক বেড়ে যাবে। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ।

সংক্রমণের দিক দিয়ে ইউরোপের মধ্যে জার্মানি তালিকার ওপরের দিকে অবস্থান করছে। এছাড়া যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনেও দৈনিক রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।