জার্মানি গেলে পুতিনকে গ্রেফতার করা হবে: রাষ্ট্রদূত

যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর জারিকৃত গ্রেফতারি পরোয়ানার বাস্তবায়নের ইচ্ছা স্পষ্ট করেছেন জার্মান কর্মকর্তারা। ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বুধবার বলেছেন, জার্মানির ভূখণ্ডে পুতিন হাজির হলে তাকে নিশ্চিতভাবে গ্রেফতার করা হবে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।

বুধবার ইউক্রেনে এক ব্রিফিংয়ে জার্মান রাষ্ট্রদূত আঙ্কা ফেল্ডুসেন বলেন, জার্মান ভূখণ্ডে পুতিন হাজির হলে নিশ্চিতভাবে তাকে গ্রেফতার করা হবে। গতকাল (মঙ্গলবার) জার্মানির আইনমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছেন। শলৎজ বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

জার্মান রাষ্ট্রদূত বলেন, আমরা রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছি। শুধু আমরা নই, ১২০টিরও বেশি দেশ এতে স্বাক্ষর করেছে। ফলে এমন দেশগুলো সফরের ক্ষেত্রে জটিলতায় পড়বেন পুতিন।

রোম স্ট্যাটিউট হলো আইসিসির এখতিয়ারের স্বীকৃতি। রাশিয়া ও যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি।

রাষ্ট্রদূত আঙ্কা ফেল্ডুসেন বলেন, আমার কাছে গ্রেফতারি পরোয়ানা খুব সময়োচিত বলে মনে হয়েছে।