কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০০ স্কুল

কাশ্মিরে পুড়ছে স্কুল-বই, বন্ধ হলো ৩০০ স্কুলভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কয়েকশ স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জম্মু-কাশ্মিরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘর্ষের পর এ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক দিনে নিয়ন্ত্রণ রেখায় গুলিবিনিময়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মু অঞ্চলে সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ৮ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর প্রায় ৩০০ স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার কাশ্মিরের সরকারি দুটি স্কুলে রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগেও এ অঞ্চলে বেশ কয়েকটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবারের অগ্নিকাণ্ডে গত কয়েক সপ্তাহে অন্তত ২৭ টি স্কুল আগুনে পুড়ল।

শীর্ষ এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, অঞ্চলটির ১০টির জেলার স্কুলকে লক্ষ্য করা হয়েছে। পুলিশ এখনও তদন্ত করছে।

সীমান্তে ভারত ও পাকিস্তান বাহিনীর উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। সাম্বা ও রাজৌরি সেক্টরের দুটি স্থানে মঙ্গলবারের গোলা বর্ষণে দুই শিশুসহ ৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। গুলিবিনিময়ের সময় দুই পাকিস্তানি সেনাও নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারত। সীমান্তে গত কয়েক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটা।

এর আগে সোমবার পাকিস্তান জানায়, সীমান্তের ওপার থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় দেড় বছরের এক শিশুসহ ৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

সম্প্রতি জম্মু-কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে এক সেনা ঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনে সীমান্তে গুলিতে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: এএফপি।

/এএ/