কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই সেনাসহ নিহত ৪

militant attackভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে মেজর পদ মর্যাদার এক কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, কাশ্মিরের ইমাম শাহাব, শোফিয়ান এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের সময় গুলিতে আহত হন তিন সেনা। পরে দুজনের মৃত্যু হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান,  মাতৃভোগ, জইপোড়া গ্রামে জঙ্গিদের অবস্থানের নিশ্চিত তথ্য ছিল। নিরাপত্তাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে।

আহতদের মেজর কমলেশ পাণ্ডে ও সিপাই তানজিন ছুটিন, ক্রিপাল সিংকে শ্রিনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেজর কমলেশসহ দুই সেনার মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্র জানিয়েছে, অন্ধকার থাকার কারণে তিন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহেদিন।

এদিকে, একই দিনে পাশের কুলগাম জেলার নিরাপত্তাবাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা আকিব ও সুহাইল নামের দুই স্থানীয় ব্যক্তি।  পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পাঁচ পুলিশ সদস্য হত্যার আসামি। সূত্র: হিন্দু।

/এএ/