বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, বিএসএফের হাতে আটক ২ ভারতীয়

বাংলাদেশে অস্ত্র ও গুলি পাচারের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। পশ্চিমবঙ্গের সবদলপুর সীমান্ত ফাঁড়িতে তাদেরকে আটক করা হয়।  বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

bsf-kZBB--621x414@LiveMint

বিএসএফ’র এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, ভারতে তৈরি পিস্তল ও গুলিসহ তাদের মঙ্গলবার আটক করা হয়। তারা এসব বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তিনি বলেন, তাদের পকেটে তল্লাশির সময় দুটি দেশি পিস্তল ও চারটি ম্যাগজিন, সাতটি তাজা গুলি এবং ৩৬০০ রুপি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি জানায়, তারা ভারতের মালদা ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বাংলাদেশে কোনও ব্যক্তির কাছে এসব অস্ত্র-গুলি পাচারের চেষ্টা করছিল।

অস্ত্র-গুলিসহ তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিএসএফ কর্মকর্তা।