নওয়াজের গ্রেফতারি নিয়ে কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি টুইট

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের  কারাগারে যাওয়ার ঘটনায় ভারতের দুই বৃহৎ রাজনৈতিক দল ‘ভারতীয় জনতা পার্টি’ (বিজেপি) ও ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, লেখা ছাড়াও দুই দলের পক্ষ থেকে ছবি প্রকাশ করা হয়েছে। কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির সঙ্গে নওয়াজ শরিফের এবং বিজেপির সমর্থকরা কংগ্রেসের অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নওয়াজের ছবি প্রকাশ করেছেন।DiDBd2LVAAABaJ9

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। তার মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে মরিয়মকে আরও এক বছর সাজা দেয় আদালত। তবে ওই দুই সাজার মেয়াদ এক সঙ্গে কার্যকর করার উল্লেখ ছিল রায়ে। মরিয়মের স্বামী ও নওয়াজের মেয়ের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সফদরকেও আদালত এক বছরের সাজা দিয়েছে। সফদর আদিয়ালা জেলে অন্তরীণ রয়েছেন। তাদের বিরুদ্ধে এখনও আল আজিজিয়া স্টিল ও হিল মেটাল সংক্রান্ত মামলা, ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট লিমিটেডে বিনিয়োগ সংক্রান্ত মামলাসহ আরও কয়েকটি দুর্নীতির মামলা বিচারাধীন।

DiD_PNpVAAIGABbকংগ্রেস নওয়াজ শরিফের সঙ্গে বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে টুইটারে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, নওয়াজ শরিফের গ্রেফতারির ঘটনায় তার বন্ধু নরেন্দ্র মোদির কিছু বলার আছে কি না! এর জবাবে বিজেপির পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, শুধু প্রধানমন্ত্রী নন, সব নাগরিকরাই একই কথা বলবেন: যারা জামিন নিয়ে এখনও বাইরে ঘুরছেন তাদের কারাগারে যেতেই হবে।
ইন্ডিয়া টাইমস উল্লেখ করেছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেসে সভাপতি তার ছেলে রাহুল গান্ধী বর্তমানে জামিনে রয়েছেন। তাদের বিরুদ্ধে ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা সংক্রান্ত দুর্নীতির মামলায় বিচারাধীন।
কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদির সঙ্গে নওয়াজ শরিফের ছবি প্রকাশের জবাবে বিজেপি নওয়াজ শরিফের সঙ্গে মনমোহন সিংয়ের ছবি প্রকাশ করেছে।