ভারতে মহিষবাহী ট্রাকে গোরক্ষকদের হামলা, ভুক্তভোগীর বিরুদ্ধেই মামলা

ভারতে এক ট্রাক চালকের সহকারীকে মহিষ পরিবহনের দায়ে ছুরিকাহত করেছে গোরক্ষকরা। ভুক্তভোগী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। কিন্তু  তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন একটি রাজনৈতিক দলের নেতা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিন জানিয়েছে, ট্রাকের চালক ও তার ছুরিকাহত সহকারীর বিরুদ্ধে প্রাণি নির্যাতনবিরোধী আইনের ধারা মোতাবেক সেই মামলা গ্রহণও করেছে পুলিশ।প্রতীকী ছবি

গত শনিবার (১৭ নভেম্বর) ট্রাকটি চালাচ্ছিলেন মোস্তফা সিপাই। আর তার সহকারী ছিলেন জহির কুরেশি। তারা আহমেদাবাদের রামোল এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা ভারুচ থেকে ৩০টি মহিষের বাচ্চা নিয়ে দেসাতে যাচ্ছিলেন। রামোলে চার-পাঁচজন ব্যক্তি লাঠি হাতে তাদের পথ রোধ করে এবং ট্রাকটি থামাতে বলে।

কাছেই একটি পুলিশের গাড়ি দেখতে পেয়ে ট্রাকের চালক থেমে যান। কিন্তু সেসময় দুই ব্যক্তি তার সহকারী জহির কুরেশিকে ছুরিকাঘাত করতে থাকে। এমন অবস্থায় চালক সিপাই কোনওমতে পালিয়ে যেতে সক্ষম হন।

জহির কুরেশিকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জবানবন্দিও গ্রহণ করা হয়। তার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ‘লোক রক্ষক দল’ নামর একটি রাজনৈতিক সংগঠনের সদস্য গোহিল নামের একজন ব্যক্তি মোস্তফা সিপাই এবং জাহির কুরেশির বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওই মামলা ‘প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু এনিম্যালস অ্যাক্টের’ ধারা মোতাবেক নথিবদ্ধ করেছে।