কাশ্মিরে বন্দুকযুদ্ধে তিন পুলিশ নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সোফিয়ান এলাকায় বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশ নিহত হয়েছে। মুজগুন্দ এলাকায় রবিবার সকালে লস্কর-ই-তৈয়বার তিন সদস্য নিহত হওয়ার পরই বন্দুকযুদ্ধে পুলিশ নিহত হওয়ার এই ঘটনা ঘটলো।

srinagar-indian-army-759

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের সোফিয়ান এলাকায় জঙ্গি হামলায় তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

ভারতীয় কর্মকর্তারা জানান, হামলাকারীরা জানিপোরা এলাকায় একটি গার্ডরুমে প্রবেশ করে হামলা চালায়। সেখানে চার পুলিশ সদস্য ছিলেন। নিহত পুলিশ সদস্যরা হলেন, আব্দুল মজিদ, মানজুর আহমেদ ও মোহাম্মদ আমিন।

চতুর্থ পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। তারা জানান, হামলাকারীরা পুলিশের অস্ত্র নিয়ে পালিয়েছে এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা নিরাপদ আছেন।

রবিবার ভোরে মুজগুন্দ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার তিন সদস্য নিহত হয়। এদের মধ্যে দুইজন কিশোর ছিল। ১৮ ঘণ্টার দীর্ঘ বন্দুকযুদ্ধে এক সেনা ও তিন বেসামরিক নাগরিক আহত হন।