পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক সহিংসতা, চার দিনে নিহত ৫

গত চার দিনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের তিন কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। অক্টোবর থেকে শুরু হওয়া রাজনৈতিক সংঘাতের জের ধরে গত কয়েকদিনে এসব হত্যাকাণ্ড ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

118fd4b8ad2007be979124d8b2749e13

বৃহস্পতিবার ২৪ পরগণা জেলার জয় নগরে সিনেমা স্টাইলে তিনজনকে হত্যা করা হয়। শুক্রবার পুরুলিয়া জেলার আদরা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী হামিদ আনসারি (৪২) এবং রবিবার হুগলি জেলার আরামবাগে শেখ মুখতার (৪৩) নামের ব্যক্তি নিহত হন।

অভিযোগ ওঠেছে, তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলের জেরেই খুন হতে হয়েছে মুখতারকে। তৃণমূল কংগ্রেসের আরেক কর্মী হামিদ খুন হওয়ার মাত্র দুই দিন পর এই হত্যাকাণ্ড ঘটে। হামিদকে হত্যার জন্য আদরার স্থানীয় বিজেপি কর্মীদের দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার জয়নগর তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বনাথ দাসের এক ঘনিষ্ঠ সহযোগী, তার গাড়ির চালক ও স্থানীয় এক ব্যক্তিকে পেট্রোল পাম্পে গুলি করে হত্যা করা হয়।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না এলাকায় শংকর মণ্ডল নামে গেরুয়া শিবিরের এক কর্মীর লাশ পাওয়া গেলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরকে আক্রমণ করে। বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। একই দিনে হুগলি জেলার খানাকুল এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই উপদলের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।