ভারতীয় নৌপথ ব্যবহারে কম খরচে পণ্য পরিবহন করবে বাংলাদেশ-ভুটান

ভারতের নৌপথ ব্যবহার করে বাংলাদেশে ৫০ ট্রাক ওজনের সমমানের গুঁড়ো পাথর পাঠাচ্ছে ভুটান। এই পথে পণ্য পরিবহনের ফলে খরচ কমবে ৩০ শতাংশ এবং সময় বেঁচে যাবে আট থেকে দশদিন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামীতে ভারতের এই নৌপথ ব্যবহার করে কম খরচে বাণিজ্য ও পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ-ভুটান।

indo_bangladesh_660_071319010938

ভারতের নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে বাংলাদেশ পাট ও চাল পাঠাবে ভুটানে। আসামের ডুবরি বন্দর থেকে জাহাজ বাংলাদেশের নারায়ণগঞ্জে পৌঁছাবে। ভুটান থেকে ট্রাকে করে গুঁড়ো পাথর আসামে এসেছে।

শুক্রবার ভারতের নৌমন্ত্রী মানসুখলাল মান্দাভিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌযানটির যাত্রার উদ্বোধন করেন। তিনি জানান, ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুটের আওতায় ব্রহ্মপূত্র নদী দিয়ে বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য সুবিধা পাবে।

ভারতীয় নৌমন্ত্রী আরও জানান, এই প্রটোকলের আওতায় ভারত কলকাতা ও হালদিয়া দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পণ্য পাঠাতে পারবে।

মান্দাভিয়া বলেন, আগামী ৫ বছর নদী পথের গভীরতা ঠিক রাখতে বাংলাদেশকে ৩০০ কোটি রুপি দেবে ভারত। সূত্র: বিজনেস টুডে।