তিহার জেলে সাবেক ভারতীয় মন্ত্রী চিদাম্বরম

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ভারতের সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরমকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। আগাম জামিন আবেদন নামঞ্জুর করে দিল্লির একটি আদালত তাকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে নেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

CHIDAMBARAM-KESAVAN-1

বৃহস্পতিবার বিশেষ বিচারক অজয় কুমার চিদাম্বরমের জামিন আবেদন খারিজ করেন। পুলিশ কাস্টডির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই জামিন আবেদন করেছিলেন তিনি। আদালত তাকে কারাগারে ওষুধ সঙ্গে নেওয়ার অনুমতি দিয়েছে। আদালত তাকে পৃথক সেলে রাখারও নির্দেশ দিয়েছেন।

সলিসিটর জেনারেল তুষার মেহতা নিশ্চি করেছেন কারাগারে চিদাম্বরমকে জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

সিবিআইয়ের পক্ষ থেকে চিদাম্বরমকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়ার আবেদন জানানো হয়। আবেদনে বলা হয়, জামিনে মুক্তি পেলে প্রমাণ ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি।