৩৭১ ধারায় হাত দেবে না ভারত: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মিরের ৩৭০ ধারা স্পষ্টভাবেই ছিল সাময়িক। কিন্তু উত্তর-পূর্ব ভারতের জন্য ৩৭১ ধারা বিশেষ বিধান এবং দুটোর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

AMITKB-2

ভারতের সংবিধানের ৩৭১ ধারায় উত্তর-পূর্বাঞ্চলের ৬টি রাজ্যসহ ১১টি রাজ্য বিশেষ কিছু সুযোগ-সুবিধা পায়।

রবিবার উত্তর-পূর্ব কাউন্সিলের ৬৮তম প্লেনারি অধিবেশনে দেওয়া ভাষণে অমিত শাহ জানান, ভারতের কেন্দ্রীয় সরকার ৩৭১ ধারা বাতিল করবে না।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মিরের ৩৭০ ধারা বাতিলের পর উত্তর-পূর্ব ভারতের মানুষকে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হয় যে ৩৭১ ধারা বাতিল করা হবে।

অমিত শাহ বলেন, আমি পার্লামেন্টে বলেছি এটা বাতিল করা হবে না। আজ আমি উত্তর-পূর্ব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের উপস্থিতি আবারও বলছি, কেন্দ্র ৩৭১ ধারা বাতিল করবে না।