৭০ লাখ নয়, ট্রাম্পের রোড শোতে থাকবে ১ লাখ মানুষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোড শোতে এক লাখ মানুষ অংশ গ্রহণ করবে। বৃহস্পতিবার ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ২২ কিলোমিটার রোড শোতে এই মানুষেরা অংশ গ্রহণ করবে। যদিও সম্প্রতি এক ভিডিওতে ট্রাম্প দাবি করেছিলেন, এতে ৭০ লাখ মানুষ অংশ নেবে। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে।

777

আহমেদাবাদ পৌরসভার কমিশনার বিজয় নেহরা বুধবার জানান, রোড শোতে প্রায় এক লাখের মতো মানুষ উপস্থিত হবে।

পরিকল্পনা অনুসারে, ট্রাম্প ও মোদি প্রথমে সবরমতি আশ্রমে পৌঁছাবেন। আহমেদাবাদ বিমানবন্দর থেকে তারা সেখানে যাবেন। এই আশ্রমটি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত।

আশ্রম থেকে দুই নেতা এসপি রিং রোড হয়ে ইন্দিরা ব্রিজ দিয়ে নবনির্মিত মতেরা ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছাবেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, মোদিকে সঙ্গে নিয়ে ট্রাম্প যখন ক্রিকেট স্টেডিয়ামে ভাষণ দেবেন সেদিন বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্র মিলিত হবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সঙ্গে।