কাশ্মিরে হামলায় ৩ ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে একটি হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর তিন জওয়ান নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় হান্দওয়ারা এলাকায় এই হামলা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। নিহত তিন জওয়ান সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। এসময় আরও ৭ জওয়ান আহত হয়েছেন।

unnamed

হান্দওয়ারাতে শনিবার ভোর থেকেই নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল। এনকাউন্টারের সময় স্থানীয় নাগরিকদের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। নারী ও শিশুসহ মোট ১১ জনকে জিম্মি করে জঙ্গিরা। প্রায় ১৬ ঘণ্টা পর রবিবার সকালে বন্দুকযুদ্ধ থেমে যায়। কিন্তু সোমবার আচমকা আক্রমণে তিন জওয়ান নিহত হয়।

এর আগে একই এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধে ভারতীয় নিরাপত্তাবাহিনীর পাঁচ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে দুজন সেনা কর্মকর্তা ছিলেন।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, হামলাকারীরা টহলরত সিআরপিএফ সদস্যদের লক্ষ্য ভারি গোলাবর্ষণ করে। সিআরপিএফ জওয়ানরা পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এক কর্মকর্তা জানান, এখনও বন্দুকযুদ্ধ চলছে। আমাদের কয়েকজন আহত হয়েছেন।