তৃণমূলের প্রার্থী তালিকায় বুড়োরা বাদ!

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার কলকাতার কালীঘাটের বাসভবনে এ তালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার ৮০ বছরের বেশি বয়সীদের টিকিট দেওয়া হয়নি। করোনার জন্য তাদের পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ দিয়েছে কমিশন। কমিশনের পদক্ষেপকে সম্মান জানিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

মমতা জানান, নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়বেন তিনি। সেজন্য সংগঠন পরিচালনার দায়িত্ব তিনি মন্ত্রী পূর্ণেন্দু বসুকে দিয়েছেন। তিনি ভোটে লড়ছেন না। অর্থমন্ত্রী অমিত মিত্রও ভোটে লড়তে রাজি হননি। তার শরীর ভালো নেই। এছাড়া স্মিতা বক্সিকে কিছু কারণে টিকিট দেওয়া যায়নি। জটু লাহিড়ি, অমল আচার্যকেও টিকিট দেওয়া সম্ভব হয়নি। তাদের বিধান পরিষদে স্থান দেওয়া হবে।

তৃণমূল নেত্রী বলেন, এবারের তালিকায় নারী প্রার্থী রয়েছেন ৫০ জন। তপশিলি জাতির প্রার্থী ৭৯ জন, আদিবাসী প্রার্থী রয়েছেন ১৭ জন। ৮০ বছরের ঊর্ধ্বে কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। নির্বাচনে ‘ইয়ং ফেস’ রয়েছে। রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, অদিতি, লাভলি, সায়নী, সোহম এরা সবাই ইয়ং ফেস।

বেহালা পূর্বে প্রার্থী রত্না চ্যাটার্জি, সিঙ্গুরে ব্যাচারাম মান্না, খড়দায় কাজল সিনহা, কামারহাটি থেকে মদন মিত্র, মেটিয়াবুরুজে খালিদুর রহমান, ডোমজুর কল্যাণ ঘোষ, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, যাদবপুরে দেবব্রত মজুমদার, শ্রীরামপুরে সুদীপ্ত রায়, শ্যামপুকুরে শশী পাঁজা, শিলিগুঁড়িতে ওমপ্রকাশ মিশ্র, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম।