‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছে তৃণমূল, নন্দীগ্রামেও বদলাবে ফল’

দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, নন্দীগ্রামেও ফলে বদলাবে। এমনটাই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে কালীঘাট থেকে নিজের কর্মীদের উদ্দেশে এমন বার্তা দেন তিনি।

প্রসঙ্গত প্রথম দুই রাউন্ডের গণনার পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর চেয়ে প্রায় পাঁচ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা নিজ আসনে পিছিয়ে থাকলেও এখনও পর্যন্ত রাজ্যে সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়। তাতে এখন পর্যন্ত ১৯১টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৯৫টি আসনে।

রবিবার ভারতীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে শুরু হয়েছে ভোটগণনা। গণনা শুরুর তিন ঘণ্টার মাথায় তৃণমূল কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মিলে।