'হাউজফুল' সাইনবোর্ড শ্মশানে!

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধিতে স্বজনরা মৃতের শেষকৃত্য করতে শ্মশান খুঁজে পেতে বিপাকে পড়তে হচ্ছে। অনেক শ্মশানে মরদেহ সারি সারি করে রাখা হয়েছে। কারণ শ্মশানে কোনও জায়গা নেই শব দাহ করার জন্য।

এমন একটি শ্মশান বেঙ্গালুরুর চামরাজপতে। এখানে মরদেহ রাখার মতোও কোনও জায়গা অবশিষ্ট নেই। কর্তৃপক্ষ শ্মশানের গেটে সাইনবোর্ড লাগিয়েছে। আর তাতে লেখঅ রয়েছে, 'হাউজফুল'।

এই শ্মশানে প্রতি দিন ২০ জনের বেশি মরদেহ দাহ করা হয়। সাইনবোর্ড টানিয়ে তারা বলছে, দিনে আর কোনও মরদেহ গ্রহণ করা হবে।

শহরটিতে ১৩টি বৈদ্যুতিক শ্মশান রয়েছে। পরে অবশ্য গেট থেকে হাউজফুল সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়।

গনেশ নামের স্থানীয় বাসিন্দা জানান, শ্মশানের গেটে হাউজফুল সাইনবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু মানুষ প্রশ্ন তুললে কর্তৃপক্ষ তা নামিয়ে ফেলে।

করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়াতে কর্নাটকের রাজ্য সরকার ২৩০ একর ভূমি বরাদ্দ দিয়ে শব দাহ করার জন্য।

রাজ্যটির কয়েকটি শ্মশানে প্রতিদিন ২০টির বেশি মরদেহ আসছে। এতে শব দাহ করতে সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে, সোমবার কর্নাটকে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৪৩৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। সূত্র: এএনআই