বাসের স্টিয়ারিংয়ে কলকাতার সাবেক মেয়র ফিরহাদ

কলকাতার সাবেক মেয়র ও পরিবহনমন্ত্রী নিজেই যদি বাসের স্টিয়ারিং ধরেন কেমন হয়? হ্যাঁ, সত্যিই বাসের স্টিয়ারিং-এ খোদ পরিবহনমন্ত্রী। সোমবার সকালে এ দৃশ্য দেখে হতবাক অনেকেই। এদিন পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাই উদ্বোধনের পর সোজা বসে পড়েন চালকের আসনে।

কলকাতার কসবার পরিবহণ ভবন থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েন গণ পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। সড়কে কিছুক্ষণ বাস ঘুরিয়ে আবার নিজেই পরিবহন ভবনে ফিরিয়ে আনেন তিনি।

সোমবার কলকাতার প্রথম পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কসবায় পরিবহন ভবনে দুটি বাসের উদ্বোধন করেছেন তিনি। আপাতত পরীক্ষামূলক ভাবে রাস্তায় দু’মাস চলার পর সুফল পেলে আরও কয়েকশো সরকারি বাসকে সিএনজি বাসে রূপান্তর করা হবে। পরিবেশ দূষণ রুখতেই এই ধরনের বাস পরিষেবা চালু করতে তৎপরতা নিয়েছে রাজ্য সরকার।

মন্ত্রীকে বাস চালাতে দেখে সবাই অবাক হয়ে দেখছিলেন। উৎসুক জনতা মোবাইল নিয়ে ভিডিও করেন। এতে কিছুক্ষণের জন্য ভিড় জমে যায় পথে।