বরুণ গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নিলো বিজেপি

বিজেপি’র জাতীয় নির্বাহীর পদ থেকে বাদ পড়েছেন বরুণ গান্ধী এবং তার মা মানেকা গান্ধী। উত্তর প্রদেশের লাখিমপুর খিরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় বরুণ টুইট করার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিজেপি বলছে, এই ধরনের পরিবর্তন স্বাভাবিক।

গত রবিবার উত্তর প্রদেশের খিরিতে কৃষকদের চাপা দেয় বিজেপির মন্ত্রী অজয় মিশ্রের গাড়ি। কৃষকদের অভিযোগ, ওই সময় গাড়িতে ছিলেন অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্র। তবে তাকে এখনও জিজ্ঞাসাবাদ কিংবা গ্রেফতার করা হয়নি। বিজেপির একমাত্র নেতা হিসেবে এই ঘটনার সমালোচনা করেন বরুণ গান্ধী।

ওই ঘটনাকে খুন আখ্যা দিয়ে বরুণ গান্ধী জবাবদিহি দাবি করেন। মঙ্গলবার কৃষকদের পেছন দিয়ে চাপা দেওয়ার একটি ভিডিও তিনি পোস্ট করেন। তিনি বলেন, আত্মা কাঁপিয়ে দিতে যথেষ্ট।

বুধবার ওই ঘটনার আরেকটি পরিষ্কার ভিডিও টুইট করে বরুণ গান্ধী বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পেছন দিয়ে চাপা দেওয়ার ‘ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও’। নিরীহ কৃষকদের রক্তের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

টুইট বার্তায় বরুণ লেখেন, ‘খুন করে বিক্ষোভকারীদের থামানো যাবে না। নিরীহ কৃষকদের রক্ত ঝরানোর জবাবদিহি নিশ্চিত করতে হবে আর প্রতিটি কৃষকের মনে ক্ষোভ ও নৃশংসতা প্রবেশের আগে ন্যায়বিচার দিতে হবে।’

এছাড়াও বরুণ গান্ধী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে ওই ঘটনায় সিবিআই তদন্ত এবং নিহত কৃষকদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।