পুলিশ পাহারায় লখিমপুর পৌঁছালেন কৃষকদের পিষে হত্যায় অভিযুক্ত ভারতের মন্ত্রীপুত্র

পুলিশ পাহারায় অবশেষে শনিবার লখিমপুরের খিরিতে পৌঁছালেন কৃষকদের পিষে হত্যায় অভিযুক্ত ভারতের মন্ত্রীপুত্র আশিস মিশ্র। এদিন সেখানে পৌঁছে পুলিশের কাছে হাজিরা দেন তিনি।

প্রথম দিন অবশ্য পুলিশের নোটিস উপেক্ষা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্র। তবে শেষ পর্যন্ত শনিবার লখিমপুরের সহিংসতার মামলায় উত্তরপ্রদেশ পুলিশের কাছে হাজিরা দেন তিনি।

শনিবার সকালে লখিমপুর খিরি টাউনে অপরাধ দমন শাখায় হাজির হন আশিস। এর আগে তার কৌঁসুলি অবধেশ কুমার সংবাদমাধ্যমকে বলেন, আমরা পুলিশের নোটিসকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করবো।

এর আগে শুক্রবার তাকে সাক্ষী হিসেবে তলব করলেও পুলিশের সামনে হাজির হননি আশিস। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত কারণেই ছেলে যেতে পারেননি। আশিস হাজিরা না দেওয়ায় মন্ত্রীর বাসভবনের বাইরে নতুন করে নোটিস সেঁটে দিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ। জানিয়ে দেয়, ৯ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীপুত্রকে অবশ্যই যেতে হবে।

গাড়িচাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত আশিসকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন পুলিশ গ্রেফতার করেনি, এমন প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, দৃশ্যত উত্তরপ্রদেশ পুলিশ বিষয়টি নিয়ে আদৌ সিরিয়াস নয়। অথচ আটটা মানুষ খুন হওয়ার মতো নৃশংস ঘটনা ঘটে গেছে।

গত সোমবার খুনের দায়ে আশিসকে অভিযুক্ত করে উত্তরপ্রদেশ পুলিশ। এফআইআর দায়ের হয়। সংযুক্ত কিসান মোর্চার অভিযোগ, কৃষকরা কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে হেলিপ্যাডে বিক্ষোভ দেখিয়ে ফেরার সময় আশিসের বাহিনী তিনটি গাড়িতে হাজির হয়। তারা চাষিদের ওপর গাড়ি চালিয়ে দেয়। তেজিন্দর সিং ভির্ক নামের একজন কৃষক নেতাকেও গাড়ির তলায় পিষে মারার চেষ্টা হয়। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তার ছেলে ওই সময় সেখানে গাড়িতে ছিল না।

এর মধ্যেই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে, যারা আশিসের ঘনিষ্ঠ বলে পরিচিত। তারা হলো লবকুশ ও আশিস পান্ডে।

এদিকে আশিস পুলিশের কাছে হাজির হওয়ায় অনশন তুলে নিয়েছেন পাঞ্জাবের কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু। আশিসের গ্রেফতার দাবিতে শুক্রবারই লখিমপুরে নিহত সাংবাদিক রমন কাশ্যপের বাড়িতে অনশনে বসেছিলেন তিনি। সূত্র: দ্য ওয়াল।