স্ত্রীকে বিষধর সাপ দিয়ে হত্যা, বিরল সাজা স্বামীর

স্ত্রীকে বিষধর কোবরা সাপ দিয়ে হত্যার দায়ে স্বামী সুরাজ কুমারকে জোড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বিচারক। রায়ের পর বিচারক মন্তব্য বলেন, এ ধরনের মামলা খুবই বিরল। সাপ ছেড়ে দিয়ে স্ত্রীকে হত্যা করার দায়ে গত সোমবার আদালতে দোষী সাব্যস্ত হন সুরাজ কুমার। 

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায়। সুরাজ কুমারের স্ত্রী উথরা সাপের কামড়ে মারা যাবার পর গত বছর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, উথরার পরিবার অভিযোগ করে, সুরাজ যৌতুকের জন্য উথরাকে প্রায় সময় চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।

একদিন উথরা যখন ঘুমিয়ে ছিলেন তখন তার শরীরে কোবরা সাপ ছেড়ে দেন। সাপের দংশনেই ২৫ বছর বয়সী উথরা ২০২০ সালের মে মাসে মারা যান।

এর আগেও সুরাজ স্ত্রীর ওপর বিষাক্ত রাসেল ভাইপার সাপ ছেড়ে দেয়। সে সময় দুই মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বেঁচে যান উথরা। তদন্তকারীরা বলছেন, আগের বার সুরাজ কুমারই সেই ষড়যন্ত্রের পেছনে ছিলেন।