কাশ্মিরে চিরুনি অভিযান ভারতীয় বাহিনীর

অধিকৃত কাশ্মিরে ভারতীয় বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উপত্যকার পুঞ্চ জেলায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ইতোমধ্যেই কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে।

প্রথমে পাঁচ এবং পরে আরও দুই জওয়ানের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় বাহিনী। শুক্রবার বিক্রম সিংহ নেগি ও যোগাম্বর সিংহ নামে দুই জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়। আগের বৃহস্পতিবার জানানো হয়েছিল, জঙ্গলের মধ্যে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সময় দুই জওয়ান আহত হয়েছে। এখনও পর্যন্ত তারা নিখোঁজ।

সেনাবাহিনীর তরফে শুক্রবার দুই জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ করা হলেও আহত দুই জনের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘নিখোঁজ জওয়ানদের খোঁজ পেতে ইতোমধ্যে তল্লাশি শুরু হয়েছে। সন্ধান পেলেই এই বিষয়ে খবর দেওয়া হবে।’

শনিবার থেকে আহত দুই জওয়ানের সন্ধানে নতুন করে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে মেন্ধার সাব ডিভিশন এলাকার জঙ্গলে এখনও বিদ্রোহীরা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় সেনারা। তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে তাদের।

এ ধরনের অভিযান সাধারণ এতো দীর্ঘ সময় ধরে চালানো হয় না। কিন্তু এক্ষেত্রে প্রায় ছয় দিন ধরে নানা পথে অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। দিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের বিরুদ্ধে গত সপ্তাহে কাশ্মিরে অন্তত ১০ জন নিরীহ মানুষকে হত্যা এবং সহস্রাধিক মানুষকে আটকের অভিযোগ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের মরদেহ এমনকি পরিবারের সদস্যদের কাছেও হস্তান্তর করা হয়নি। কাশ্মিরের মানুষের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সূত্র: আনন্দবাজার, আনাদোলু এজেন্সি।