আতশবাজিতে দূষণে মোড়া দিল্লি

দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃহস্পতিবার দিপাবলী উৎসবে আতশবাজি ফোটানোয় দিল্লির আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই এমন দৃশ্য দেখতে পান বাসিন্দারা। 

সকালে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম এলাকায় বাতাসে দূষণ কণা পিএম ২ দশমিক ৫ এর উপস্থিতি দাঁড়ায় প্রতি ঘনমিটারে ৯৯৯। এমন আবহওয়া সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে শুক্রবার দিল্লিতে ছয়টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে শিশুসহত বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু জায়গায় যানজটেরও খবর পাওয়া গেছে। বায়ু দূষণের ছবিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দূষিত বায়ু ফুসফুসের ক্যন্সারসহ বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। ভারতে প্রতি বছরই বায়ু দূষণজনিত রোগে ১০ লাখের বেশি মানুষ মারা যান। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত হরিয়ানা, পাঞ্জাবসহ দিল্লির আশেপাশে ধান কাটার পর থেকে যাওয়া গোড়া পুড়িয়ে ফেলেন কৃষকরা। এতে চরম বায়ু দূষণের কবলে পড়ে দিল্লি। আগামী কয়েকদিন দূষণের মাত্রা বাড়তে পারে বলে ধারণা করছেন অনেকে।